রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপকে ‘একজন সত্যিকারের বন্ধু ও আত্মার সঙ্গী’ উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে ‘গভীর এক সম্পর্ক’ ভাগ করে নিয়েছিলেন বলে তার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।
বিবৃতিতে তার দপ্তর বলেছে, ‘পোপ ফ্রান্সিস আমাদের সময়ের নৈতিক স্পষ্টতা, বিনয় ও সহানুভূতির এক বিশাল প্রতীক ছিলেন।’ কিভাবে তারা সমাজে ন্যায়বিচার ও প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার মতো অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করেছিলেন সে কথাও স্মরণ করা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, ‘ন্যায়বিচার, শান্তি ও প্রত্যেক মানুষের মর্যাদার প্রতি তার (পোপ ফ্রান্সিস) আজীবন নিবেদন ক্যাথলিক বিশ্বের গণ্ডি ছাড়িয়ে আরো বহু দূর পর্যন্ত পৌঁছেছে।’ এতে আরো বলা হয়, ‘ভ্রাতৃত্ব ও সেবার মূল্যবোধে ভিত্তি করে তার নেতৃত্ব দরিদ্রদের উন্নয়নে, দুর্বলদের রক্ষায় এবং একটি মানবিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছে।