ফিলিস্তিনে নৃশংস গণহত্যা বন্ধের আহ্বান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের

গাজায় ইসরায়েলি বাহিনীর (IDF) পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। সোমবার (৭ এপ্রিল ২০২৫) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গাজায় শিশু, নারী ও নিরীহ জনগণের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজায় নিরীহ মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো গুড়িয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধ বিশ্ব বিবেকের সামনে ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নারী-শিশুসহ নিরীহ মানুষের রক্তাক্ত মৃত্যু কখনও ন্যায়সংগত হতে পারে না।

এ পরিস্থিতিতে জাবি প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যেন অবিলম্বে ইসরায়েলি সরকারি কর্মকর্তা ও দখলদার বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী গাজায় যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গাজার নির্যাতিত জনগণের পাশে রয়েছে। মানবাধিকার সুরক্ষা রাজনীতির ঊর্ধ্বে স্থান পাওয়া উচিত বলে মত প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিবৃতির শেষাংশে বলা হয়, ‘We stand with Palestine. Long live Palestine!’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *