ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চীন, তড়িগড়ি কমান্ডারদের সম্মেলন ডেকেছে দিল্লি

ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্রসীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থরক্ষার জন্য ওপরে ভারতকে নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। পাশাপাশি মঙ্গলবার নৌবাহিনীর কমান্ডারদের অধিবেশনে সম্ভাব্য চীনা হামলার মোকাবিলার জন্য সাত দফা প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি।

কর্নাটকের কারওয়ার নৌঘাঁটিতে সোমবার থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার স্তরের তিন দিনের সম্মেলন শুরু হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী নিয়মিত যুদ্ধের অনুশীলন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নৌবহরের রক্ষণাবেক্ষণ, নতুন ও উন্নততর প্রযুক্তির ব্যবহার, নৌবহর পরিচালনার জন্য প্রয়োজনীয় সরবরাহ অক্ষুণ্ন রাখা, নৌসেনাদের উন্নয়ন এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।

ওয়াশিংটন-বেইজিং শুল্ক যুদ্ধের আবহে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধানের এই মন্তব্যকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই। ঘটনাচক্রে, সম্প্রতি পূর্ব লাদাখের প্রকৃতি নিয়ন্ত্রণরেখা (এলএসি)-কে শান্তি ফেরানোর যৌথ মেকানিজম নিয়ে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

প্রসঙ্গত, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে চাপে রাখার জন্য কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ (চতুর্দেশীয় অক্ষ)-এ যোগ দিয়েছে ভারত। সম্প্রতি, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্য রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন জোট ‘স্কোয়াড’-এর বৈঠকেও আমন্ত্রণ পেয়েছে ভারত।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *