‘মানুষ অনেক সরকারের শাসন দেখেছে, বাকি আছে জামায়াতের’

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, ৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকি জামায়াতের শাসন। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায়।

তিনি বলেন, অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোনো নির্বাচন দেখতে চায় না। বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগ মানুষকে ভোট দিতে দেয়নি। আর কোনোদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায় না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।

শনিবার (১২ এপ্রিল) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত কমী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহাজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষকে দিকনির্দেশনামূলক পথ খুঁজে দিয়েছে শহীদ আবরারের শাহাদাত। ১ হাজার ৫৮৩ জন দামাল ছেলে ৩৬ জুলাই রক্ত দিয়েছে। যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আর অতীতে ফিরে যেতে চাই না। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক, ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আগামী সংসদ নির্বাচনে সন্দ্বীপ গণমানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।

সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারি আব্দুল জব্বার।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *