ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পৌর কৃষকদলের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন (৬৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌর এলাকার নতুনহাটি গ্রামের বাসিন্দা খন্দকার মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর উপজেলা থেকে মাছিমনগর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তার সঙ্গে ছিলেন মোটরসাইকেল আরোহী বাহারুল ইসলাম বাহার। মোটরসাইকেলটি দড়িভেলানগর কবরস্থান রোডে পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে খন্দকার মোশাররফ হোসেন ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ হাসান বলেন, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখি, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।