দেশপ্রেমে উদ্বুদ্ধ করে স্বাধীনতা কনসার্ট সবাইকে এক কাতারে নিয়ে ‘আসবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
শুক্রবার রাজধানীর মানিক মিয়ে এভিনিউতে ১১ এপ্রিল স্বাধীনতা দিবসের ঢাকা বিভাগের কনসার্টের ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির প্রচার সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু এই কথা বলেন।
টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে দেশের প্রেমে সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষে জন্য স্বাধীনতা কনসার্ট হাতে নিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ‘হিন্দি শিল্পীদের’ নিয়ে দেশে জাতীয় দিবসে অনুষ্ঠান করেছে। ইদানীং পাকিস্তান শিল্পীদের বাংলাদেশে আনা হচ্ছে। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে দেশি শিল্পী ও দেশীয় সংস্কৃতিকে আমরা ধারণ করতে চাই। বাংলাদেশের যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের এতদিন জাগ্রত করতে দেয়নি। আমরা স্বাধীনতা কনসার্টের মাধ্যমে এসব ব্যক্তিদের জাগ্রত করবো।
ঢাকাসহ দেশের চার শহরে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টে অংশ নেবেন জেমস, প্রীতম, মিলা, জেফার, পড়শী, হায়দার হোসেন, অনিমেষ রায়, আব্রাল শাইর, মাহতিম সাকিব, ফেরদৌস ওয়াহিদ, সেলিম চৌধুরী, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে শিরোনামহীন, ফিডব্যাক, আগুন, আফটারম্যাথ, আপেক্ষিক এবং পাওয়ার সার্জ ব্যান্ড।
এসময় ভেন্যু পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবীব, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্য গিয়াস উদ্দিন লিমন ও জাহিদুল ইসলাম রনি।