সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো শাকিবের সিনেমা

এবারের ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া ফেলেছে। তবে দর্শক টানতে ব্যর্থ হয়েছে তার ‘অন্তরাত্মা’। তাই আপাতত স্টার সিনেপ্লেক্স এই সিনেমার কোনো প্রদর্শনী করছে না।

স্টার সিনেপ্লেক্সের প্রকাশিত সূচিতে ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ (৩ এপ্রিল) পর্যন্ত বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায়। এরপর বুধবার (২ এপ্রিল) জানা যায়, মুক্তির দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের এই সিনেমাটি।

বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে।’

শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *