স্বৈরাচার মুক্ত ঈদে রাজনৈতিক সহিংসতার শিকার জাতীয় নাগরিক পার্টির নেতা!

স্বৈরাচার মুক্ত স্বাধীন রাজনীতির প্রথম ঈদ উদযাপন করছে দেশ। এই খুশির দিনে জাতীয় নাগরিক কমিটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই শহীদদের, যাদের রক্তের বিনিময়ে মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছে, স্বাধীনভাবে রাজনীতি চর্চা করতে পারছে।

তবে এই আনন্দের মধ্যেই ঘটেছে এক দুঃখজনক ঘটনা। বিএনপির অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ‘অপরাধে’ চাঁদপুরে ছাত্রদল সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেল।

জাতীয় নাগরিক কমিটি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে,”রাজনৈতিক মতভেদ ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে পেশিশক্তির আস্ফালন কিংবা সন্ত্রাসী কার্যক্রম জুলাই পরবর্তী ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না।”

তারা আরও আহ্বান জানিয়েছে,”আসুন, এই ঈদে আমরা আরও বেশি সহনশীল হই, সুস্থ ধারার রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ হই।”দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে জাতীয় নাগরিক কমিটি।

 

বার্তাবাজার/এস এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *