‘হাসিনা পালিয়ে গেছেন মানে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে, এখন নির্বাচন দিন’

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই দেশের ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। এমনকি তার সাঙ্গোপাঙ্গরাও পালিয়ে গেছে। বাকি ২০ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা। যা নির্বাচিত সরকারের কাজের অংশ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’ স্লোগানে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের কঠোর সমালোচনা করে হারুন বলেন, সারা দেশে লুটপাট-দখলদারি করছে জামায়াত আর নাম হচ্ছে বিএনপির। চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজাহারির তাফসিরে সভাপতি, প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতারা। তাফসিরকে তাফসিরের স্থানে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *