২২ টি ট্রাকে পণ্য গেলো নেপালে আমদানি-রপ্তানি স্বাভাবিক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের কোনো প্রভাব পড়েনি। দেশের একমাত্র চতুর্দেশীয় এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে নিয়মিত বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বন্দরটি দিয়ে ৫৫ ট্রাক পণ্য আমদানি ও ২৪ ট্রাক রপ্তানি হয়েছে।

রপ্তানি খাতে বিশেষত আলু ও টিস্যু পেপারের চাহিদা অক্ষুণ্ন রয়েছে। শুধুমাত্র আজই ১৪৭ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে, যার মধ্যে ৮ ট্রাক আলু, ৭ ট্রাক টিস্যু পেপার ও ৬ ট্রাক অন্যান্য পণ্যবাহী মোট ২২ ট্রাক নেপালে রপ্তানি হয়েছে। অন্যদিকে আমদানির ক্ষেত্রে ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক আখের চিটাগুড় ও ৩ ট্রাক কাঁচ, ভারত থেকে ৫ ট্রাক আতপচাল এসেছে।

গতকাল ভারতীয় কর্তৃপক্ষের একটি চিঠিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের কথা জানানো হলে বাণিজ্যিক মহলে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে পরবর্তী নির্দেশনায় স্পষ্ট করা হয়, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বেনাপল বন্দরের জন্য প্রযোজ্য। বাংলাবান্ধা বন্দর ব্যবস্থাপক জানান, “আমাদের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। চলতি মাসে ইতিমধ্যে ৩,৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।” স্থানীয় রপ্তানিকারকরা বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখায় সন্তোষ প্রকাশ করেছেন।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *