বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ছাড়া টাকা বিদেশে পাচার হয় না:ফিরোজ রশীদ

টাকা পাচারর কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে দাবি করে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেড় লক্ষ কোটি টাকা ঋণখেলাপি। কিন্তু বাস্তবে তার দ্বিগুণ। তিন লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। বিভিন্নভাবে টাকা নিয়ে ব্যাংক আজ দেউলিয়া। এসব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ছাড়া কেউ টাকা বিদেশে নিতে পারে না।’
আজ রোববার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ফিরোজ রশীদ। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে টাকা পাচার নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘করোনার চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাপ, আইএমএফের শর্তের চাপ, ব্যাংক খাতের লুটপাটের চাপ। বহুমুখী এত চাপের মোকাবিলায় বাজেটের অগ্রযাত্রা মোটেও নিরাপদ হবে না।’

কর আদায়ে ডিজিটাইজেশনে বাধা এনবিআর: সংসদে ফিরোজ রশীদকর আদায়ে ডিজিটাইজেশনে বাধা এনবিআর: সংসদে ফিরোজ রশীদ
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘বাজেটে ব্যাংক খাত থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এনবিআরকে অটোমেশন করলে আরও দেড় লক্ষ কোটি টাকার বেশি ভ্যাট-ট্যাক্স আদায় হতো। ব্যাংক ঋণের দরকার হতো না।’

‘আমরা চুরিতে, চাঁদাবাজিতে, টাকা পাচারে স্মার্ট হয়েছি। আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না। ঘুষ ডলারে নিয়ে বিদেশে নিয়ে স্মার্ট হয়েছি।’ যোগ করেন ফিরোজ রশীদ।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নিয়ে সরকার দলীয় এমপিদের সমালোচনার জবাব দিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সংসদের যারা ডান দিকে বসা থাকেন (সরকারি দল), তাঁদের যে বক্তব্য হবে, আর আমরা যে বাম দিকে বসি তাঁদের বক্তব্য এক হবে না। আপনারা প্রায়ই ঘোরপ্যাঁচ মিলিয়ে ফেলেন। আপনারা মনে করেন আপনাদের একই সুরে জারি গান গাইব। আসলে তা না। আপনারা ডান দিক থেকে বাম দিকে বসতেন তখন যে সুরে বলতেন, আমরা সেইভাবে কথা বলছি। আমরা এর বাইরে কিছু বলি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *