দায়মুক্তির আইনে অনুমোদিত ৪৩টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত

দায়মুক্তির আইনে অনুমোদিত ৪৩টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে ৩১টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং ১২টি রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র। ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’-এর আওতায় নবায়নযোগ্য বিদ্যুতের প্রকল্পগুলোর প্রস্তাব অনুমোদিত হলেও এগুলোর বাস্তবায়ন শুরু হয়নি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তিও স্বাক্ষরিত হয়নি। আর রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ শেষ হলেও বিগত আওয়ামী লীগ সরকার কয়েক দফায় মেয়াদ বাড়িয়েছিল।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, বাতিল হতে যাওয়া কেন্দ্রগুলোর সম্মেলিত উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬৩০ মেগাওয়াট। এর মধ্যে রেন্টাল কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৯৫২ মেগাওয়াট। এ প্রকল্পগুলো দরপত্র ছাড়া এবং যাচাই-বাছাইহীনভাবে অনুমোদন করা হয়েছিল। এতে জাতীয় স্বার্থ রক্ষা হয়নি। বরং তখনকার সরকারে থাকা শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীদের অনুকূলে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছি। অনেকের প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও ছিল না। তারা এগুলো দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার চিন্তায় ছিল। অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল অযাচিতভাবে ও অন্যায্য লেনদেনের ভিত্তিতে। এমনকি নবায়নযোগ্য প্রকল্পগুলো গ্রহণেরও কথা ছিল না, দরকারও নেই। প্রয়োজন ছিল না রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ বারবার বাড়ানো। শুধু গোষ্ঠীস্বার্থ রক্ষায় আগের সরকার এটি করেছে।

এদিকে বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে সরিয়ে দেওয়া হয়েছে এস আলম গ্রুপকে। প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বিপিসি ও ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ চুক্তির আওতায় বাস্তবায়নের প্রস্তাব প্রক্রিয়াধীন ছিল। ঐ প্রস্তাব গতকাল বাতিল করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সকল ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠাতে বিপিসিকে নির্দেশনা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *