বঙ্গবন্ধুর পরিবারের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স, বিল পাস বাংলদেশের সংসদে

হাইলাইটস
চলতি বছরেই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিল পাস হল বাংলাদেশের সংসদে।
এবার থেকে মুজিবর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তার দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স।
বাংলাদেশের সংসদে ধ্বনি ভোটে পাশ হল বিল। চলতি বছরেই বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী। সেই সঙ্গে এই বছরই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী। আর চলতি বছরেই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিল পাস হল বাংলাদেশের সংসদে। এবার থেকে মুজিবর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তার দেবে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স)। মঙ্গলবার বাংলাদেশের সংসদে এই বিল পাস হয়।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। তারপর ওই বিল ধ্বনিভোটে পাস হয়।

ওই বিলে, বঙ্গবন্ধুর পরিবার বলতে বলা হয়েছে, মুজিবর রহমানের দুই মেয়ে, তাঁদের সন্তানদের। ওই সন্তানদের স্বামী বা স্ত্রী তাঁদের পুত্রকন্যারাও ওই পরিবারের সদস্য হিসাবে বিবেচিত হবেন। উলেখ্য, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত ৩ সেপ্টেম্বর এই বিলটি সংসদে পেশ করা হয়। তারপরে ওই বিল পাঠানো হয় ‘জনমত যাচাই, বাছাই কমিটিতে’। সেই সঙ্গেই কিছু সংশোধনী প্রস্তাব যুক্ত করা হয়। বিএনপি দলের সাংসদ রুমিন ফারহানা এবং জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারীর দুটি সংশোধনীও গ্রহণ করা হয়। এরপরে ওই বিল পাঠানো হয়েছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে।

নতুন এই আইনে বলা হয়েছে মুজিবের পরিবারের অন্য সদস্যরাও এবার থেকে বিশেষ ওই নিরাপত্তা পাবেন । অন্য কোনও রাষ্ট্রের প্রধানরা বাংলাদেশে এলে তাঁদেরকেও এই আইনের অধীনে নিরাপত্তা দেওয়া হবে।

নতুন এই আইন অনুসারে, এসএসএফের তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর । থানার ওসির কাউকে তল্লাশি, আটক ও গ্রেফতার করার ক্ষেত্রে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা থাকবে এসএসএফের আধিকারিকেরও। তারা সারাদেশেই এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নতুন এই বিল অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানেই থাকুন না কেন তাঁদের নিরাপত্তা দেবে এসএসএফ। এই বিশেষ নিরাপত্তা বাহিনী তাদের কাজের জন্য দরকারে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও সাহায্য চাইতে পারবে। যাদের কাছে এই সাহায্য চাওয়া হবে, তাদেরকে সেটা দিতে হবে বলেও এই বিলে বলা হয়েছে।

প্রসঙ্গত, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) এর পিছনে প্রতি বছর সরকারের ব্যয় ৩ হাজার কোটি টাকারো বেশি,এর সদস্য সংখ্যা ৩ হাজারের কাছাকাছি। যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে।আজ অধ্যাদেশটি বাতিল করে জাতির পিতা পরিবারকে নিরাপত্তা আইন ২০০৯ আজ সংশোধন করেছেন প্রধান উপদেষ্টা। এতে জাতির পিতার পরিবারকে নিরাপত্তার বিশেষ সুবিধা তুলে নিয়ে প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাকে এস এস এফ এর নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *