অবশ্যই আমাদের আরেকটি অর্জন অর্জিত হয়ে গেছে। যিনি জনগণের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত সহিংসতা করেছেন, তিনি বিদায় নিতে বাধ্য হয়েছেন। তাই শুধু নয়, তিনি তাঁর পুরো সরকারসহ বিদায় নিয়েছেন, এটা এখন বাস্তবতা।
এখন সামনে এগোনোর কথা। পরবর্তী পদক্ষেপ কী হবে? প্রায় ১৫ বছর, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে অনাচার, নিষ্পেষণ, নির্যাতন হয়েছে। তা হয়েছে সব ধরনের মানুষের মধ্যে। এর বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্রোধের বিস্ফোরণ ঘটেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে নানা ধরনের সুযোগসন্ধানী অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা নেওয়ার সুযোগ পাবে।
এ মুহূর্ত থেকে যেভাবেই হোক, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর মধ্যেও রদবদল এসেছে। কিন্তু আমরা জানি, যাদের পতন ঘটল, রাষ্ট্রের ও দেশের বিভিন্ন জায়গায় তাদের বসানো লোক রয়ে গেছে। তারা পদের ক্ষমতা দিয়ে নানা রকম অন্তর্ঘাত চালাতে পারে। প্রশাসন, বিচার বিভাগসহ প্রাতিষ্ঠানিক সব জায়গা থেকে পতিত শক্তিকে অপসারণ করা দরকার। সেনাবাহিনীতে যে রদবদল হয়েছে, এটি তাদের সংহত অবস্থান তৈরি করবে।
প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের তাৎক্ষণিক ও নিজস্ব স্বার্থ পূরণের জন্য নয়, দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার আগে এর মেয়াদ ঠিক করা দরকার। এই মেয়াদ তিন মাস নয়, ন্যূনতম তিন বছর হওয়া প্রয়োজন। সুস্পষ্টভাবে দলগুলোর সম্মতির ভিত্তিতে তা হতে হবে। এই ম্যান্ডেট তাদের সুস্পষ্টভাবে দিতে হবে।
একই সময়ে নতুন অন্তর্বর্তী সরকারের কাজটা একাধারে রাজনৈতিকও বটে। কারণ, তাদের আন্দোলনের পুরোভাগে থাকা ছাত্র-সমাজ, খেটে খাওয়া মানুষ, নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান, বিভিন্ন ধরনের প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী শ্রেণি, পেশাজীবীসহ সবার আস্থা অর্জন করতে হবে। দেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক হতে হবে।
এই অন্তর্বর্তী সরকার অবশ্যই দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে। তবে আরও গুরুত্বপূর্ণ হলো, তা সঠিকভাবে হচ্ছে কিনা। জনগণের আস্থাভাজন ব্যক্তিরাই এখানে, এই সরকারে থাকবেন।
অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি খেয়াল রাখতে হবে, বাংলাদেশ এই পটবদলের সময়ে অত্যন্ত স্পর্শকাতর ভূরাজনীতির মধ্যে পড়ে গেছে। বুদ্ধিমত্তা দিয়ে সবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে।