ড. মুহাম্মদ ইউনূস কীভাবে দেশ চালাতে পারবেন সেটা দেখতে চাই। দেশ চালানো অত সহজ কিছু নয় বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জয় বলেন, শেখ রেহানা, তার দুই সন্তান অথবা আমার আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন। তার মার্কিন ভিসা বাতিল হওয়ার বিষয়টি গুজব।
‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত হয়েছিল একদিন আগেই। সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন।’
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, শেখ রেহানা কিংবা তার দুই সন্তান কারোরই আর বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের দায়িত্বে কে থাকবেন তা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয়।
আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন শঙ্কা আছে বলে জানান সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, দেশের মানুষের জন্য এত কাজ করেও শেখ পরিবারের সঙ্গে বাংলাদেশের মানুষের এমন আচরণ নিয়ে কিছুই বলার নেই।
জয় বলেন, তিনি (শেখ হাসিনা) দুঃখিত যে দেশের জন্য এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে– এটা আমরা কল্পনা করতে পারিনি।