শেষ সময়ে এসেও শরিকদের হতাশ করেছে আওয়ামী লীগ। ১৪ই ডিসেম্বর জোট শরিকদের ৭টি আসন দেয়ার কথা জানালেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এসে দেয়া হয়েছে ৬টি। বাদ পড়েছেন ওয়ার্কার্স পার্টির একজন। বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মানবজমিনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা সন্তুষ্ট নই। এটা অপ্রত্যাশিত। শেষ সময়ে এসে একজনকে বাদ দেয়া খুবই দুঃখজনক ঘটনা। এটা রাজনীতির নীতি বহির্ভূত কাজ।
মেনন বলেন, আমরা নির্বাচন করবো। করার জন্যই এসেছি। দুটিতে নৌকা নিয়ে করবো।
বাকিগুলোতে আমাদের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে।