বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে নেই।’
আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য দেন।

গণমাধ্যমে খবরে এসেছে, আগামী নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে আছে—এমন প্রশ্নে কাদের বলেন, ‘বাংলাদেশ কারও দিকে তাকিয়ে নেই। বাংলাদেশ তার জনগণের দিকে তাকিয়ে আছে।’

এ ছাড়া সম্প্রতি চীন সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করবে না বলে জানানোর পর বাংলাদেশের বিষয়ে অন্য দেশের, বিশেষ করে আমেরিকার কার্যক্রমেরও সমালোচনা করেছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন কূটনীতিক সূত্র থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ এখন ভারতের মন্তব্যের জন্য অপেক্ষা করছে।

এর আগে একই অনুষ্ঠানে কাদের বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে অক্টোবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *