অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়িত্ব গণতন্ত্রের জন্য সুখকর নয় :ইলিয়াস খান

সাংবাদিক ইলিয়াস খান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে বলেছেন, দীর্ঘ সময় ধরে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি মন্তব্য করেন, “এখন অনেকে ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে আছেন- ক্ষমতায় না থেকেও ক্ষমতা উপভোগ করছেন।” 

 

 

তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণ সংস্কারের অগ্রগতি ও প্রক্রিয়ার ওপর নির্ভর করে। বর্তমান সরকার প্রধান উপদেষ্টার ভাষ্যমতে, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এমনকি যদি ডিসেম্বরেই নির্বাচন হয়, তবুও এক বছর পাঁচ মাসের একটি দীর্ঘ সময় অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মোটেও ইতিবাচক নয়।

 

 

তিনি আরও বলেন, “আমরা তো এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তিনি সাড়ে নয় বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু তাঁর পতনের তিন মাসের মধ্যেই নির্বাচন হয়েছিল। আজও একইভাবে নির্বাচনের দিকে দ্রুত এগোতে হবে।” 

 

ইলিয়াস খান বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল ও অপ্রীতিকর ঘটনা ঘটছে—যেমন বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ—তা রাজনৈতিক শক্তি ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি মনে করেন, বিচার ও সংস্কারের প্রক্রিয়া চলতে থাকুক, তবে একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করতে হবে।

 

তিনি অভিযোগ করেন, “অনেকে মনে করেন তারা এখন সবচেয়ে ভালো অবস্থায় আছেন। তাই তারা চায় না নির্বাচন হোক। ক্ষমতায় না থেকেও প্রটোকল, সুযোগ-সুবিধা পাচ্ছে, সরকারের কাছ থেকে মর্যাদা পাচ্ছে। এই মজাটা যেন দীর্ঘস্থায়ী হয়, তাই নির্বাচন দেরিতে হোক—এমন মনোভাব থেকে অনেকে নির্বাচন চায় না।”

 

ইলিয়াস খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনপ্রিয়। গ্রামে নির্বাচনের সময় এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়, কিন্তু গত কয়েক বছর সে উৎসব ছিল না। তরুণরা যারা এখনও ভোট দিতে পারেনি, তারা চায় একটি ভালো, সুষ্ঠু নির্বাচন হোক। 

 

তিনি বলেন, অতীতে যারা বিনা ভোটে ক্ষমতায় ছিলেন, শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এমন অভিজ্ঞতা যেন আবার না হয়। বর্তমান প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তি, তার ভাবমূর্তি যেন বিতর্কিত না হয়। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *