বিএনপির লোক প্রশাসনে বসে আছে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘বাচ্চাদের মতো কথা বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না, কেন খাবো না, খাবো না। সেরকম উনারা বলছেন, আমি নির্বাচনে যাবো না, কেন যাবো না, প্রশাসনে বিএনপি বইসা রয়েছে। আরে ভাই, বিএনপি কোথাও নাই। এসব কথা বলবেন না। ১৬ বছর দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে, সচিবালয়ের ভেতরে এদেশের ফ্যাসিস্টদের দোসর, দেশের শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে। তাদের কেন আপনারা বের করেন না? আমি যদি বলি তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন?’
আব্বাস বলেন, “একজন বললেন ডিসেম্বর, আরেকজন বললেন জুন—এতে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলেই মনে হয়।” তিনি ড. ইউনূসের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনার চারপাশে আওয়ামী লীগপন্থী অনেকে আছেন, যারা আপনাকে সঠিক পথে চলতে দেবে না।”
তিনি আরও বলেন, “কেউ কেউ বলছেন, নির্বাচনে যাব না, কারণ প্রশাসনে বিএনপি আছে। এসব কথা বাচ্চাদের মতো। বাস্তবতা হলো, এখন প্রশাসনে বিএনপি নেই, বরং আওয়ামী লীগের দোসররা সবখানে।”
বিএনপি নেতা অভিযোগ করেন, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে এবং এই সময়ে ঐক্যই দেশের একমাত্র শক্তি। তিনি অতীতে জাতীয় ঐক্যের উদাহরণ টেনে বলেন, এখন আবারও সেই ঐক্য দরকার।
সভায় আরও বক্তব্য রাখেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম, আবদুস সালাম আজাদ ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।