সংস্কারের জায়গায় সংস্কার, নির্বাচনের জায়গায় নির্বাচন চলবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারের জায়গায় সংস্কার চলবে, নির্বাচনের জায়গায় নির্বাচনের কাজ চলবে।” তিনি উল্লেখ করেন যে, সংস্কার এবং নির্বাচন আলাদা কোনো বিষয় নয়; বরং তারা পরস্পর সম্পর্কিত।

আজ মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক কর্মসূচি আমাদের অব্যাহত রয়েছে। ঈদের সময়ও আমাদের কর্মসূচি ছিল। ইফতার আয়োজনও আমরা ওয়ার্ড পর্যায় পর্যন্ত করেছি, যা আমাদের কর্মসূচিরই অংশ। সংস্কার চলবে তার স্বাভাবিক গতিতে, ঠিক তেমনি নির্বাচনও তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল কাজ জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। আমরা ৩১ দফার ভিত্তিতে সারাদেশে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর কাজ করেছি এবং তা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *