সোমবার (৩১ মার্চ) সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, “রমজানের মূল শিক্ষা তাকওয়া অর্জন। আল্লাহর ভয় অন্তরে লালন করে সকল নেতিবাচক কাজ থেকে দূরে থাকা আমাদের দায়িত্ব।”
সারজিস আলম বলেন, “আজকের এই খুশির দিনে, নতুন বাংলাদেশের নতুন ঈদে, আমরা যেন রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য নয়, বরং সারাবছর ধরে নিজেদের মধ্যে ধারণ করি।রমজানের শিক্ষা শুধু এক মাসের নয়, তা বছরের বাকি ১১ মাসেও লালন করতে হবে।আল্লাহর ভয় যেন আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “আল্লাহর প্রতি আমাদের হক রয়েছে, আবার বান্দার প্রতিও বান্দার হক রয়েছে। আমরা যেন আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি।”
বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই-বোনেরা আজও নির্যাতিত। ফিলিস্তিনের মুসলিমরা, মধ্যপ্রাচ্যের নির্যাতিত ভাইয়েরা, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের মনে করে ঈদ উদযাপন করতে পারছেন না।”
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন শুধু নিজেদের জন্য নয়, বরং পৃথিবীর সকল মজলুম মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি। একইসঙ্গে, সকল মানুষের কল্যাণের জন্য কাজ করি, সংকীর্ণতা ও বিভেদ ভুলে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসি।”
স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর নতুন বাংলাদেশ, নতুন ঈদের শুভেচ্ছা জানিয়ে সারজিস আরও বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এক দুঃশাসনের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে আছি, এবং সেই সংগ্রামের পর এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে।নতুন বাংলাদেশে নতুন ঈদ আসবে, যেখানে সবাই মিলেমিশে শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করবে।”
“সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায়, দেশের সকল মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।”