হাসিনা কোথাও যান নি, তিনি আমাদের ভেতর বাস করছেন: আশীফ এন্তাজ রবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে উপাচার্যের পদত্যাগের দাবিতে। ইতোমধ্যে অনশনরত কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি চরমে পৌঁছালেও প্রশাসনের নীরবতা ও সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক ও বিশ্লেষক আশীফ এন্তাজ রবি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “কুয়েটের শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে। ইতোমধ্যে কয়েকজন হাসপাতালে। অথচ ভিসি বহাল তবিয়তে আছেন। তার কিছু যায় আসে না। আমাদের ভিসিরা চিরকাল এমনই। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সরকার?”

তিনি ইঙ্গিত দেন, বর্তমান সরকার নিজেদের গণতান্ত্রিক, মানবিক ও দায়বদ্ধ দাবি করলেও কুয়েটের মত স্পষ্ট সংকটে তাদের নীরবতাই অন্য বাস্তবতা তুলে ধরছে। তিনি লেখেন, “এখন তো স্বৈরাচারী হাসিনা সরকার নাই। তাহলে কুয়েটের বিষয়টা কেন জিইয়ে রাখা হচ্ছে?”

আশীফ রবির মতে, সরকার, যাকে ছাত্ররা বসিয়েছে বলে দাবি করেন, সেই সরকারেরই এখন ছাত্রদের কান্না-প্রতিবাদে কোনো সাড়া নেই—এটা বিস্ময়কর।

তিনি আরও লিখেছেন, “মিডিয়া এই ব্যাপারে পুরোপুরি মৌনব্রত পালন করছে। মিডিয়া তো স্বাধীন। তাহলে এই নীরবতার মানে কী?”

সবশেষে তিনি এক গভীর ও ব্যতিক্রমী প্রশ্ন তোলেন—“বাংলাদেশ এমন কেন? এখানে চেয়ারে বসামাত্র লোকজন কেন হাসিনা হওয়া শুরু করে? আমার কেন জানি মনে হচ্ছে, হাসিনা কোথাও যাননি। তিনি আমাদের ভেতরেই বাস করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *