সাকিবকে গ্রেপ্তার করা হোক চান না নিপীড়িত ফুটবলার আমিনুল

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ঘটেছে সরকার পতন। এই গণঅভ্যুত্থানে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় নাম জড়ানো হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। প্রশ্ন উঠছে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে প্রসঙ্গে। তবে সাকিবকে গ্রেপ্তারের পক্ষে নন আওয়ামী লীগ আমলে নিপীড়নের শিকার হওয়া ফুটবলার আমিনুল হক।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে সেসময় কারাগারে প্রেরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছিল। ভিন্ন মতাদর্শের হাওয়ায় রীতিমতো থমকে গিয়েছিল আমিনুলের ফুটবল ক্যারিয়ার। তবে তিনি চান না- কোন অন্যায় না করে থাকলে সাকিবের সঙ্গে এমন কিছু হোক। তবে এই অলরাউন্ডারের কাছে এক প্রশ্ন রেখেছেন আমিনুল।

দেশের এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আমিনুল সাকিবকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘তার (সাকিব) মত একজন বিবেকবান মানুষ, যেহেতু তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং তিনি জেনে শুনে একটি অবৈধ সরকার, যার কাছে ভোটের কোন মূল্য নাই, জনগণের কোন মূল্য নাই তার ক্যাবিনেটে কি করে গেল?’

এসবের মাঝে বিগত সরকারের আমলে তার নিজের অসংখ্য নিপীড়ন নির্যাতনের দিনের কথা উল্লেখ করেন আমিনুল। জেল-জুলুম-রিমান্ডের মধ্য দিয়েই লম্বা সময় অতিবাহিত করতে হয়েছিল এই কিংবদন্তি ফুটবলারের। তবে নতুন বাংলাদেশে আর তেমন কিছু দেখতে চান না তিনি।

সাকিবকে গ্রেপ্তার করা হবে কিনা সে প্রসঙ্গে আমিনুল বলেন, ‘আমরা কখনোই চাইনা একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে গ্রেপ্তার করা হোক জেল খাটানো হোক তাকে রিমান্ডে নেওয়া হোক কিন্তু আমার সঙ্গে কিন্তু এসব ঘটনা ঘটেছিল। আমরা কখনোই চাই না একজন নিরপরাধ মানুষের শাস্তি হোক।’

এদিকে গতকাল সাকিবের মামলা নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’ তবে কোন বিচার-বিশ্লেষণ ছাড়া অতি উৎসাহিত হয়ে সাকিবকে গ্রেফতার করা হবে না বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *